ফেনীতে পোল্ট্রি রিপোর্টিং বিষয়ক কর্মশালা

0 46

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আয়োজন ও ওয়াচডগ বাংলাদেশের বাস্তবায়নে ফেনীতে পোল্ট্রি রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বধবার (১২ ডিসেম্বর) সকালে শহরের একটি মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির ছিলেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. আনিসুর রহমান।
কর্মশালায় আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেন এন্ড ভেটেনারি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক শশী আহমেদ, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক সুশান্ত সিনহা এতে বাংলাদেশ পোল্ট্রী ব্যবসার সম্ভাবনা ও সমস্যার সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংবাদ কর্মীরা এ সেক্টর নিয়ে কি ধরনের প্রতিবেদন করতে পারে সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়।
কর্মশালায় ফেনীতে কর্মরত ২৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।