ফেনীতে পুলিশের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ যুবক নিহত
ফেনীতে ফুলগাজী উপজেলার জিএমহাটে পুলিশের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ এমরান হোসেন সাইফুল (২৮) নামে যুুবক নিহত হয়েছেন। গত ১৭মার্চ ভোর রাতে জিএমহাট ব্রিকস্ ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে। এসময় সাইফুলের সহযোগি কাজী এমদাদুল হক সোহেল (১৯) ও মো. ইউনুস (২০) গুলিবিদ্ধ হন। এতে ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান ফুলগাজী থানার ওসি হুমায়ুন কবীর। তিনি জানান, এ সময় পুলিশ এলজি, ২টি কার্তুজ, ৬টি চোরা ও ৪টি রামদা উদ্ধার করেন। নিহত সাইফুল ছাগলনাইয়ার কাছারী বাজার এলাকার পাঠাননগর গ্রামের মো. কাজী হানিফের ছেলে। তার লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মর্গের সামনে নিহত সাইফুলের স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। নিহতের ভগ্নিপতি হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, পুলিশ সাইফুলকে রাত দশটার দিকে ধরে নিয়ে যায় এরপর সকালে খবর পান সে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
উল্লেখ্য ফুলগাজীর জিএমহাট ব্রিকফিল্ডের পাশে শুক্রবার বিকালে সন্ত্রাসী হামলায় আবুল খায়ের (৪৫) নামে এক পুলিশ কনষ্টেবল গুরুতর আহত হন। ফুলগাজী থানার এস আই সেলিম উদ্দিন সাইফুল ও সোহেলসহ কয়েকজনকে এ হামলার জন্য দায়ী করেন ।
Comments are closed.