ফেনীতে পলিব্যাগে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার!
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার গাইন বাড়ি সংলগ্ন করইয়া-কালিকাপুর সড়কের একটি কালভার্টের পাশে পলিব্যাগ পড়ে থাকতে দেখা যায়। কয়েকজন পথচারী সন্দেহের বশে ব্যাগটি খুলে দেখতে পান ভিতরে আরো একটি পলিথিন মোড়ানো ও সদ্য ভূমিষ্ট হওায় নবজাতকের লাশ-গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো ছিলো।
এমন ঘটনায় পথচারী ও আশপাশের মানুষের মনে নবজাতকের জন্য আপসোস ও এহেন ন্যাক্কারজনক কাজের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এখন পর্যন্ত মৃত নবজাতকের কোন পরিচয় জানা যায়নি।
Comments are closed.