ফেনীতে পলিব্যাগে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার!

46

পলিব্যাগে মোড়ানো নবজাতকের মৃতদেহ
ফেনীর ফুলগাজীতে শনিবার পলিব্যাগে মোড়ানো সদ্য ভূমিষ্ট হওয়া নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ওই নবজাতকের গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার গাইন বাড়ি সংলগ্ন করইয়া-কালিকাপুর সড়কের একটি কালভার্টের পাশে পলিব্যাগ পড়ে থাকতে দেখা যায়। কয়েকজন পথচারী সন্দেহের বশে ব্যাগটি খুলে দেখতে পান ভিতরে আরো একটি পলিথিন মোড়ানো ও সদ্য ভূমিষ্ট হওায় নবজাতকের লাশ-গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো ছিলো।
এমন ঘটনায় পথচারী ও আশপাশের মানুষের মনে নবজাতকের জন্য আপসোস ও এহেন ন্যাক্কারজনক কাজের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এখন পর্যন্ত মৃত নবজাতকের কোন পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

Comments are closed.