ফেনীতে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

0 4

ফেনীর ফুলগাজীতে নিখোঁজের সাত দিন পর এক শিশুর অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৯ জুন) বিকালে আমজাদহাট বাজারের ভূমি অফিস সংলগ্ন বাংলা পুকুরে থেকে জেমি আক্তার লিজা (৯) নামের শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
ফুলগাজী থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জেমি আক্তার লিজা আমজাদহাটের নেয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ওসি জানান, লিজার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লিজাকে হত্যার পরে পুকুরের পানিতে তার মরদেহ ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তারাকুছা গ্রামের ভাড়া বাসায় থাকা জেলে মমিনুলের বড় মেয়ে লিজা গত বৃহস্পতিবার (২ জুন) বিকেলে আমজাদহাট বাজারের জেঠার বাসার উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরেনি। এরপর থেকে অনেক খোঁজ করা হলেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শনিবার বিকেলে ফুলগাজী থানায় নিখোঁজ ডায়েরি করেন লিজার বাবা মমিনুল।
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।