ফেনীতে নকল আচার প্রস্তুত করায় দুই কারখানার দেড় লাখ টাকা অর্থদন্ড

66

ফেনী শহরের তাকিয়া রোডে ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ফেনী জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। বৃহস্পতিবার দুপুরে শহরের তাকিয়া রোডে অনুমোদনহীনভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য আচার প্রস্তুত করায়
রিহান ফুড প্রোডাক্টস এর মালিক আলী মর্তুজা (৩৪) কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। একই অপরাধে তাকিয়া রোডের নূর ফুড প্রোডাক্টস ম্যানেজার আবুল কালাম (৩৮) কে ১০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। ভুয়া নাম দিয়ে বিএসটিআই এর কোন অনুমোদন ছাড়াই এ দুটি প্রতিষ্ঠান আচার প্রস্তুত করছে। জব্দ করা হয় নকল আচার। পরে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Comments are closed.