ফেনীতে চেতনানাশক স্প্রে করে তিন ঘরে লুট

130

ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের মোটবী এলাকায় বুধবার রাতে চেতনানাশক স্প্রে করে তিন ঘরের মালামাল লুটে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া তিন পরিবারের সদস্যদের মধ্যে চারজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বুধবার রাতে ওই এলাকার প্রবাসফেরত জামাল উদ্দিন, ওষুধ ব্যবসায়ী সাইফুল ইসলাম ও মুদি ব্যবসায়ী মিঠুন দেবনাথের ঘরে চেতনানাশক স্প্রে করে দুর্বৃত্তরা। এরপর তিন পরিবারের সদস্যরা সবাই অচেতন হয়ে পড়ে। রাতে একে একে প্রবেশ করে জামাল উদ্দিনের ঘর থেকে চেইন, কানের দুল, নগদ ৭০ হাজার টাকা, সাইফুলের ঘর থেকে নগদ তিন হাজার টাকা ও মিঠুনের ঘর থেকে চেইন, কানের দুল, নগদ ৪০ হাজার টাকাসহ আসবাবপত্র নিয়ে যায়। সকালে আশপাশের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, দুর্বৃত্তরা জামাল উদ্দিনের বাথরুমের উপরের টিন কেটে ও তার রান্নাঘরের দরজা কেটে প্রবেশ করে। জামাল উদ্দিন ছাড়াও স্ত্রী রিমা আক্তার, শিশু কন্যা সাইফা, মিঠুন দেবনাথের মা কাজল বালা দেবী হাসপাতালে ভর্তি রয়েছেন। তার বাবা আবুল বাশার ও মা বিবি জোহরাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

স্থানীয় মোটবী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, খবর পেয়ে তিনি স্থানীয় ইউপি মেম্বারকে শামীমকে পাঠিয়ে ভুক্তভোগী পরিবারের সদষ্যদের খোঁজখবর নিয়েছেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম সরকার জানান, এ ধরনের ঘটনা তার জানা নেই।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.