ফেনীতে খুন হওয়া রত্নার এসএসসির ফলাফল কাঁদিয়েছে পরিবার-শিক্ষক-সহপাঠিদের

236

ফেনীতে খুন হওয়া শিরিন সুলতানা রত্না এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ পেয়েছে। গত ৭ মে বিকালে শহরের মিজান রোডের আনোয়ার উদ্দিন বাইলেনে রত্নাদের বাসায় গিয়ে দেখা গেছে, তাঁর বাবা-মাসহ স্বজনরা কাঁদছেন, করছেন আহাজারি। সহপাঠিরাও কাঁদছেন। তাঁর বাবা-মা জানান, ‘যার জন্য এ ফল, সে তো বেঁচে নেই।’
শোকার্ত পরিবারকে সহানুভূতি জানাতে বাসায় রত্নার স্কুলশিক্ষকরাও এসেছেন।
আনিছুল হক ও সালমা আক্তারের দুই মেয়ের মধ্যে শিরিন সুলতানা রত্না ছোট। বড় মেয়ের তিন বছর আগে বিয়ে হয়। ছোট মেয়েকে নিয়ে নানা স্বপ্ন দেখেছিল পরিবারটি।
রত্নার বাবা আনিছুল হক বলেন, ‘মেয়েদের সুখের জন্য দীর্ঘ সময় প্রবাসে শ্রমিকের কাজ করেছি। মেয়ের মৃত্যুতে সব স্বপ্ন শেষ। আর বিদেশে যাবো না।’
জানা গেছে, গত ১ মার্চ বিকালে মেয়েকে বাসায় রেখে তাঁর মা পাশের একটি বাসায় গিয়েছিলেন। বাসায় ফিরে দেখতে পান মেয়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।
শিরিন সুলতানা রত্না ফেনী পৌর বালিকা বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আবদুল্লাহ আল মামুন রত্নাকে গলা কেটে হত্যা করে। পালানোর সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

Comments are closed.