ফেনীতে একাধিক মাদক চোরাকারবারী মাদকসহ গ্রেপ্তার

219

ফেনী ও ছাগলনাইয়ায় ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, অবৈধ বিয়ার ও হেরোইনসহ পাঁচ মাদক চোরাকারবারীকে ভিন্ন ভিন্ন জায়গায় আটক করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম মাদক বিরোধী বিশেষ অভিযানে বের হয়। অভিযানকালে শহরের দক্ষিণ বিরিঞ্চি কদলগাজী রোড রেনু হাজারীর বাড়িতে আবুল খায়ের হেলুর (৫১) বসতঘরে অভিযান চালিয়ে তার ব্যাগে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি গোল্ডলিফ সিগারেটের খালি প্যাকেটে কাগজ মোড়ানো হেরোইনের ৫০ পুরিয়াসহ গ্রেফতার করে। হেলু ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
এছাড়াও একই সময় ঐ এলাকায় ভিন্ন আরেকটি অভিযান চালায় মকু মিয়ার বাড়িতে। তখন মৃত মোখলেছুর রহমান ওরফে মকু মিয়ার ছেলে মোহাম্মদ জাফর আহাম্মদ (৩৩) কে ১শ ১০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধীদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান বাদী হয়ে উভয়ের বিরুদ্ধে ফেনী মডেল থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে ফেনীতে ১৮০ বোতল ফেনসিডিলসহ সফিকুল ইসলাম প্রকাশ সুমন (২২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমন ফেনী সদর উপজেলা ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা।
ফেনী মডেল থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে শহরের ভাষা শহীদ সালাম ষ্টেডিয়ামের সামনে থেকে সফিকুল ইসলাম সুমন নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তাঁর দেখানো তথ্য অনুযায়ী ১৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে।
তিনি জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে তাঁকে ফেনীর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
অপরদিকে ছাগলনাইয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মো. কবির আহম্মদ (৫৫) ও মো. সাইফুল ইসলাম (২৬) কে আটক করেছে।
মঙ্গলবার উপজেলার পশ্চিম মধুগ্রাম গ্রাম থেকে ২ কেজি গাঁজা ও ২টি বিয়ারসহ কবির এবং একই উপজেলার দৌলতপুর গ্রাম থেকে ৪০ লিটার চোলাই মদসহ সাইফুলকে আটক করা হয়। কবির উপজেলার পশ্চিম মধুগ্রাম গ্রামের মৃত আবদুল হক’র পুত্র এবং সাইফুল জোরারগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামের আবু তাহের’র পুত্র।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এম.এম. মুর্শেদ পিপিএম কবির এবং সাইফুলকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

আব্দুল্লাহ আল ফয়সাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স এর চতুর্থ সেমিস্টার শেষ করেছেন।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র ফয়সাল বাঁচতে চায়

ওসি ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, নাশকতার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

চাটখিলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবিব গ্রেফতার 

আলা উদ্দিন বলেন, আমি এবং আমার ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন কে সামাজিক ও রাজনৈতিক এবং আমার দল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ দায়ের করেন।

চাটখিলে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা দখলের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

Comments are closed.