ফেনীতে একাধিক মাদক চোরাকারবারী মাদকসহ গ্রেপ্তার

258

ফেনী ও ছাগলনাইয়ায় ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, অবৈধ বিয়ার ও হেরোইনসহ পাঁচ মাদক চোরাকারবারীকে ভিন্ন ভিন্ন জায়গায় আটক করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম মাদক বিরোধী বিশেষ অভিযানে বের হয়। অভিযানকালে শহরের দক্ষিণ বিরিঞ্চি কদলগাজী রোড রেনু হাজারীর বাড়িতে আবুল খায়ের হেলুর (৫১) বসতঘরে অভিযান চালিয়ে তার ব্যাগে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি গোল্ডলিফ সিগারেটের খালি প্যাকেটে কাগজ মোড়ানো হেরোইনের ৫০ পুরিয়াসহ গ্রেফতার করে। হেলু ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
এছাড়াও একই সময় ঐ এলাকায় ভিন্ন আরেকটি অভিযান চালায় মকু মিয়ার বাড়িতে। তখন মৃত মোখলেছুর রহমান ওরফে মকু মিয়ার ছেলে মোহাম্মদ জাফর আহাম্মদ (৩৩) কে ১শ ১০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধীদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান বাদী হয়ে উভয়ের বিরুদ্ধে ফেনী মডেল থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে ফেনীতে ১৮০ বোতল ফেনসিডিলসহ সফিকুল ইসলাম প্রকাশ সুমন (২২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমন ফেনী সদর উপজেলা ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা।
ফেনী মডেল থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে শহরের ভাষা শহীদ সালাম ষ্টেডিয়ামের সামনে থেকে সফিকুল ইসলাম সুমন নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তাঁর দেখানো তথ্য অনুযায়ী ১৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে।
তিনি জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে তাঁকে ফেনীর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
অপরদিকে ছাগলনাইয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মো. কবির আহম্মদ (৫৫) ও মো. সাইফুল ইসলাম (২৬) কে আটক করেছে।
মঙ্গলবার উপজেলার পশ্চিম মধুগ্রাম গ্রাম থেকে ২ কেজি গাঁজা ও ২টি বিয়ারসহ কবির এবং একই উপজেলার দৌলতপুর গ্রাম থেকে ৪০ লিটার চোলাই মদসহ সাইফুলকে আটক করা হয়। কবির উপজেলার পশ্চিম মধুগ্রাম গ্রামের মৃত আবদুল হক’র পুত্র এবং সাইফুল জোরারগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামের আবু তাহের’র পুত্র।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এম.এম. মুর্শেদ পিপিএম কবির এবং সাইফুলকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.