ফেনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

24

রোববার (০৯ মে) রাতে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জেড ইউ মডেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর জেড ইউ হাসপাতালের সামনে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে র‌্যাব সদস্যরা। এসময় আবদুল মান্নান নামে এক যুবকের প্যান্টের পকেটে ২৫টি পলিজিপার প্যাকেটে রাখা অবস্থায় ৪ হাজার ৮৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ ২৪ হাজার টাকা।

র‌্যাব -৭ ফেনীর অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত মান্নান দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে ফেনী ও আশপাশের জেলায় বিক্রি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

Comments are closed.