ফেনীতে আ.লীগের আনন্দ মিছিল ও সমাবেশ
আলোচিত ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করায় ফেনীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।বুধবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে সমাবেশে মিলিত হয়।এতে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম,পৌর সাধারন সম্পাদক আব্দুল করিম।
এসময় জেলা যুবলীগের সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল,সহ-সভাপতি হারুন অর রশীদ,প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন রুবেল,সদস্য শাহাদাত হোসেন রিন্টু,জহিরুল ইসলাম জুয়েল,পৌর সভাপতি রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক ইকবাল হোসেন বাবলু,সদর উপজেলা সাধারন সম্পাদক করিম উল্লাহ আজাদ,জেলা ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন ফিরোজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Comments are closed.