ফুলগাজীতে চোর সন্দেহে ওয়ার্কশপ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

62

ফেনীর ফুলগাজীতে একটি মুঠোফোন সেট চুরির সন্দেহে জহিরুল ইসলাম (১৬) নামে এক ওয়ার্কশপ শ্রমিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে সন্ত্রাসীরা । নিহত জহিরুল উপজেলার সদর ইউনিয়নের পুর্ব ঘনিয়ামোড়া গ্রামের দিনমুজুর আনোয়ার হোসেনের ছেলে। স্হানীয় একটি মাদ্রাসার হুজুর আবুল কালামের একটি মুঠোফোনের সেট চুরির সন্দেহে গত মঙ্গলবার রাত ৮ টার সময়ে বাড়ি থেকে সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে মারধর করেন। রাত ৩ টার সময় এক কিলোমিটার দুরে রাস্তার ওপর থেকে ছেলেকে উদ্ধার করেন তার বাবা।

নিহত কিশোর জহিরুল ইসলামের বাবা আনোয়ার হোসেন অভিযোগ করেন, তার ছেলে এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করতো। কিন্তু সে কখনো চুরি করতোনা। বুধবার (২৮নভেম্বর) সকালে তিনি কাজ করতে বাড়ির বাহিরে চলে যান। তার স্ত্রীও অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। বিকালে বাড়িতে এসে দেখেন তার ছেলে জহিরুলকে মুঠোফোনের সেট চুরির সন্দেহের অভিযোগে সকালে তার বাড়িতে সাইফুল, সাগর, আজাদ ও মাসুদসহ চারজন এসে দ্বিতীয় দফা মারধর করেন। এনিয়ে এলাকায় সালিশ বৈঠকও হয়েছে। ছেলেকে মারধরের বিষয়টি ইউপি সদস্য আবুল হাসেমকে জানালে তিনি হাসপাতালে নেয়ার জন্য বলেন। সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় জহিরুলকে হাসপাতালে নেওয়ার পথেই মারাযান।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল হক জানান, ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহতের মাথায় যখমের চিহ্ন রয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কুতুব উদ্দীন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এঘটনায় পরিবারের কেউ বাদী হয়ে মামলা দিলে প্রয়োজনীয় তদন্তক্রমে ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

আরও পড়ুন

Comments are closed.