ফারিয়া চাটখিল উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

190

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) চাটখিল উপজেলা শাখার দ্বিবার্ষিক অভিষেক ও পরিচিত সভা বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত দশটায় চাটখিল ডাক্তার নোমান হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখা সভাপতি নাজমুল আলম হীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুমারেশ চন্দ্র পিকে‘র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ নোয়াখালী জেলা সভাপতি ডা. এম এ নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল ম্যানেজার্স ফোরামের সভাপতি মো. ওমর ফারুক, বুলবুল আহমদ, সুলতান আহমেদ, শীপন চন্দ্র শীল।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শরিফুল হক চৌধুরী সৈকত, বেলায়েত হোসেন, সাইফুল ইসলাম, মুশফিকুর রহমান প্রমুখ।

অধিকার আদায়ে আমরা সবাই একসাথে এই স্লোগান কে ধারণ করে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) চাটখিল উপজেলা শাখার ২০২৩-২৪ সালের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া‘র উপদেষ্টা ও অনুষ্ঠানের উদ্বোধক নজির আহমদ হারুন।

আরও পড়ুন

Comments are closed.