ফজর ও আসর নামাজ শেষ সময়ে পড়ার হুকুম কী?

153

পূর্বাকাশে সোনালী আভা ও পশ্চিমাকাশে লাল আভা ফজর ও আসর নামাজের শেষ মুহূর্ত। ফজর ও আসরের সময় শেষ ভেবে অনেকেই নামাজ পড়ে না। আবার কেউ কেউ ওয়াক্ত শেষ হওয়ার আগের মুহূর্তে নামাজ পড়াকে মাকরূহ জানে। কিন্তু এ সময়টিতে নামাজ পড়ার হুকুম কী?

ফজর ও আসর নামাজ ও সময়টি অনেক গুরুত্বপূর্ণ। কারণ দিনের শুরুর সময় ফজরে মানুষ ঘুমে থাকে। যারা আল্লাহর প্রিয় বান্দা তারা ঘুম থেকে জেগে ওঠে। আল্লাহর স্মরণেই শুরু করে তাদের দিন। আবার আসরের সময় সব পেশাজীবী মানুষ কর্মব্যস্ত এবং চিত্ত বিনোদনে ব্যস্ত থাকে। তাই এ দুই সময়ের নামাজ আদায় করা অনেকের জন্য কষ্টকর।

হ্যাঁ, ফজর ও আসরের এই দুই মুহূর্তে কেউ যদি এক রাকাত পরিমাণ নামাজ পড়ার সময় পায় এবং নামাজ পড়ে তবে তার নামাজ আদায় হয়ে যাবে। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র হাদিসেই তা প্রমাণিত।

সাধারণত সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়ার ফজিলত অনেক বেশি। কিন্তু কোনো কারণ বশত ভুলে কিংবা ঘুমের কারণে যদি কেউ প্রথম ওয়াক্তে নামাজ পড়তে না পারে তবে যখন মনে হবে কিংবা জেগে ওঠবে তখনই নামাজ আদায় করে নেবে। কিন্তু ফজর ও আসরের শেষ মুহূর্তে নামাজের কথা স্মরণ হলে তারা কী করবেন?

ফজর ও আসরের শেষ সময়ের নামাজ সম্পর্কে হাদিসে পাকে প্রিয়নবি ঘোষণা করেন-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি সূর্য ওঠার আগে এক রাকাত (ফরজ নামাজ) পেলো, সে ফজরের নামাজ পেলো। আর যে ব্যক্তি সূর্য ডোবার আগে আসরের এক রাকাত নামাজ পেলো, সেও আসরের নামাজ পেলো।’ (বুখারি, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ)

এ হাদিসের নির্দেশনা তাদের জন্যই প্রযোজ্য, যারা অনিচ্ছায় নামাজের কথা ভুলে গিয়েছিল কিংবা ঘুমের কারণে সঠিক সময়ে নামাজ পড়তে পারেনি। সুতরাং ওজর থাকার কারণেই যারা নামাজ পড়তে পারেননি তাদের জন্য ফজর ও আসরের নামাজ নির্ধারিত ওয়াক্তের শেষ মুহূর্তে এক রাকত পেলেই পরিপূর্ণ নামাজ পাওয়া হিসেবে গণ্য হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফজর ও আসরের নামাজের প্রতি অবহেলা না করে গুরুত্ব সহকারে যথা সময়ে ফজর ও আসর নামাজসহ প্রত্যেক ওয়াক্ত নামাজ যথাযথ গুরুত্বের সঙ্গে আদায় করার তাওফিক দান করুন। আমিন।

আরও পড়ুন

আব্দুল্লাহ আল ফয়সাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স এর চতুর্থ সেমিস্টার শেষ করেছেন।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র ফয়সাল বাঁচতে চায়

ওসি ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, নাশকতার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

চাটখিলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবিব গ্রেফতার 

আলা উদ্দিন বলেন, আমি এবং আমার ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন কে সামাজিক ও রাজনৈতিক এবং আমার দল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ দায়ের করেন।

চাটখিলে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা দখলের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Comments are closed.