প্রবাসীর এগ্রো পরিদর্শনে ব্রুনাইয়ের রাষ্ট্রদূত নোয়াখালীতে
মালয়েশিয়া প্রবাসীর আমন্ত্রণে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের রাষ্ট্রদূত হাজি হ্যারিস বিন ওথমান একদিনের সফরে নোয়াখালী এসেছেন। নোয়াখালীর মান্নান নগরে ওই প্রবাসীর একটি এগ্রো প্রকল্প পরিদর্শন করেন তিনি। এতে রাষ্ট্রদূতের বিনিয়োগের কথাও রয়েছে বলে জানা গেছে।
শনিবার (৭ মে) বেলা ১১টায় জেলা সার্কিট হাউজে এসে পৌঁছালে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ এবং পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।
এ সময় মালয়েশিয়া প্রবাসী পলাশ চৌধুরী, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রবাসীর এগ্রো পরিদর্শনে ব্রুনাইয়ের রাষ্ট্রদূত নোয়াখালীতে
রাষ্ট্রদূত হাজি হ্যারিস প্রবাসী পলাশ চৌধুরীর এগ্রো প্রকল্প ছাড়াও বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখবেন বলে জানা যায়।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সদর উপজেলার মালয়েশিয়া প্রবাসী পলাশ চৌধুরীর আমন্ত্রণে রাষ্ট্রদূত হাজি হ্যারিস বিন ওথমান নোয়াখালী সফরে এসেছেন। বিকেলে তিনি ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
Comments are closed.