প্রবাসীদের টাকা আত্মসাৎ, কৃষি ব্যাংকের কর্মচারী কারাগারে

0 87

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় প্রবাসীদের পাঠানো ৫৩ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার কৃষি ব্যাংকের কর্মচারী শিপন মিয়াকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আব্দুন নূরের আদালতে আজ বৃহস্পতিবার বিকেলে শিপন মিয়াকে উপস্থাপন করা হলে বিচারক এ নির্দেশ দেন।আদালতের জিআরও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিপক্ষে কোনো জামিনের আবেদন না থাকায় বিচারক এ নির্দেশ দেন।

এর আগে কিশোরগঞ্জে কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শফিকুর রহমান বাদী হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে শিপন মিয়াকে আসামি করে মিঠামইন থানায় একটি মামলা করেন। এরপর রাতে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ শিপন মিয়াকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি মিঠামইনের কাটখাল ইউনিয়নের কাকুয়া গ্রামে।

মামলার এজাহারে শিপন মিয়ার বিরুদ্ধে গ্রাহকদের ৫৩ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। শিপন মিয়া ব্যাংকটির মিঠামইন শাখায় ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

শফিকুর রহমান জানান, শিপন মিয়া প্রবাসীদের পাঠানো পেমেন্ট বা প্রদান স্লিপ নকল করে ভুয়া পিন নম্বর বসিয়ে নিজস্ব লোকদের গ্রাহক সাজিয়ে এ টাকা আত্মসাৎ করেন।গত ২ এপ্রিল ব্যাংক অডিটের সময় শিপন মিয়ার অর্থ আত্মসাতের বিষয়টি নজরে আসে। পূর্ণাঙ্গ অডিটের পর আত্মসাতের পরিমাণ আরো বাড়তে পারে বলে কৃষি ব্যাংকের মিঠামইন শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন জানিয়েছেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, শিপন মিয়া পুলিশের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।