প্রথমদিনে প্রার্থিতা ফিরে পেলেন ৮১ জন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) প্রথমদিনে ১৬০টি আপিল আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে ৮১ জন বৈধতা পেয়েছেন। ৭৭ জনের আবেদন বাতিল ও ২ জনের আবেদন স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে ৪টি আপিল আবেদনের পক্ষে কেউ উপস্থিত না থাকায় শুনানি হয়নি।
বৃহস্পতিবার নির্বাচন ভবনের অস্থায়ী এজলাসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে দিনব্যাপী এ শুনানি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করেছেন। এজলাসে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত ছিলেন।
প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী মোর্শেদ মিল্টন, ঢাকা-২০ আসনে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি মো. তমিজ উদ্দিন, কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান, চাপাইনবাবগঞ্জ-২ আসনে তৈয়ব আলি, পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনি, চট্টগ্রাম-৫ আসনের মির মোহাম্মদ নাছির, ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মজিদ, ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকসহ বিভিন্ন দলের ৮১ প্রার্থী।
বৃহস্পতিবার আপিল শুনানীর প্রথমদিনে সকাল ১০টায় শুরু করে দুপুর ২টা পর্যন্ত একটানা ১০০ জন প্রার্থীর আপিল শুনানি নেয় ইসি। এর মধ্যে ৫৬ জনের আপিল গ্রহণ করে তাদের বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। এরপর মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল ৩টা থেকে ফের আপিল শুনানি শুরু হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত।
এর আগে, গত ২৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদান প্রক্রিয়া শেষে ২ ডিসেম্বর মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তারা। এতে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে ৫৪৩টি মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩, ৪ ও ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করেন সংশ্লিষ্ট প্রার্থীরা। এসব আপিলের শুনানি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। চলবে শনিবার পর্যন্ত।
Comments are closed.