পুলিশের গুলিতে নয় নিজেদের ক্রস ফায়ারে আহত হন খোকন……এইচ এম ইব্রাহিম এমপি

103

পুলিশের গুলিতে নয়, বিএনপি নিজেদের ক্রস ফায়ারে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন এমনই দাবি করেছেন
নোয়াখালী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী এইচ.এম ইব্রাহীম। শুক্রবার রাতে সোনাইমুড়ি বাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করে বক্তব্য দেন।
তিনি আরও বলেন, বিএনপি প্রার্থী ভীতি সৃষ্টি করার জন্য এবং মিডিয়া কাভারেজের জন্য এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করেন। বিএনপি কর্মী সমর্থকরা আওয়ামী লীগের ৩ টি নির্বাচনী অফিস ভাঙচুর করে, দুইটি মোটর সাইকেলে অগ্নি সংযোগ করে এবং ৪ জন কর্মীকে আহত করে।
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোনামুড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, জেলা যুবলীগের সদস্য আবু ছায়েম।

আরও পড়ুন

Comments are closed.