পুলিশের অভিযানে চাটখিলে অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার
নোয়াখালীর চাটখিল থানা পুলিশ শনিবার রাতে উপজেলার কাচারী বাজার সংলগ্ন একটি বিস্কুট বেকারির পিছন থেকে অস্ত্রসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানার ওসি (তদন্ত) ইকবাল বাহারের নেতৃত্বে এবং থানার এসআই নাজিম উদ্দিন, দুলাল, রফিক, মিজানসহ একদল পুলিশ এ অভিযান চালান।
গ্রেফতারকৃতরা হলেন-ছয়ানী টবগা গ্রামের সেলিম উদ্দিনের ছেলে রাকিব হোসেন (২৪), বারইপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহাদাৎ হোসেন (২২), উত্তর রামনারায়নপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে মিজানুর রহমান সাগর (২২), সুন্দরপুর গ্রামের মোশারেফ হোসেনের ছেলে মনির হোসেন স্বাধীন (২১)।
পুলিশ এ সময় তাদের নিকট থেকে একটি এলজি, দুইটি কার্তুজ, একটি রামদা ও একটি চোরা উদ্ধার করে।
চাটখিল থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার জানান, আটককৃতরা ডাকাতির প্রস্তুতি কালে খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরও জানান, আটক রাকিব হোসেন শীর্ষ সন্ত্রাসী, তার বিরুদ্ধে থানায় ৪ থেকে ৫টি মামলা রয়েছে।
এস আই নাজিম জানান, আটককৃতরা মোটর সাইকেল চুরি ও ছিনতাই এর সাথেও জড়িত রযেছে।
Comments are closed.