পুলিশের অভিযানে চাটখিলে অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার

356

নোয়াখালীর চাটখিল থানা পুলিশ শনিবার রাতে উপজেলার কাচারী বাজার সংলগ্ন একটি বিস্কুট বেকারির পিছন থেকে অস্ত্রসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানার ওসি (তদন্ত) ইকবাল বাহারের নেতৃত্বে এবং থানার এসআই নাজিম উদ্দিন, দুলাল, রফিক, মিজানসহ একদল পুলিশ এ অভিযান চালান।
গ্রেফতারকৃতরা হলেন-ছয়ানী টবগা গ্রামের সেলিম উদ্দিনের ছেলে রাকিব হোসেন (২৪), বারইপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহাদাৎ হোসেন (২২), উত্তর রামনারায়নপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে মিজানুর রহমান সাগর (২২), সুন্দরপুর গ্রামের মোশারেফ হোসেনের ছেলে মনির হোসেন স্বাধীন (২১)।
পুলিশ এ সময় তাদের নিকট থেকে একটি এলজি, দুইটি কার্তুজ, একটি রামদা ও একটি চোরা উদ্ধার করে।
চাটখিল থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার জানান, আটককৃতরা ডাকাতির প্রস্তুতি কালে খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরও জানান, আটক রাকিব হোসেন শীর্ষ সন্ত্রাসী, তার বিরুদ্ধে থানায় ৪ থেকে ৫টি মামলা রয়েছে।
এস আই নাজিম জানান, আটককৃতরা মোটর সাইকেল চুরি ও ছিনতাই এর সাথেও জড়িত রযেছে।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.