পাঠাও’র মালিকের বিরুদ্ধে আইনি নোটিশ

254

 

পাঠাও’র মালিকের বিরুদ্ধে আইনি নোটিশ। ছবি – সংগৃহীত

অ্যাপসভিত্তিক মোটরবাইক ও গাড়ি রাইড সার্ভিস প্রদানকারী কোম্পানি ‘পাঠাও’র বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগে পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন এম. ইলিয়াস এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিফাত আদনানের বিরুদ্ধে এ নোটিশ পাঠানো হয়।

ঢাকার পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা মো. আফজাল হোসেনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম বুধবার (৭ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, পাঠাও’র বাইক সার্ভিসে যাতায়াতের জন্য আফজাল হোসেন বাংলামোটর থেকে গন্তব্যস্থল শেওড়াপাড়া নির্ধারণ করলে সেখানে ডিসকাউন্ট ছাড়াই পাঠাও’র অ্যাপস ১০৫ টাকা ভাড়া প্রদর্শন করে। অথচ চালক গন্তব্যস্থলে যাওয়ার পর ১৭৩ টাকা দাবি করেন। তখন তিনি বাধ্য হয়ে সেই অর্থ  পরিশোধ করেন । কয়েকদিন পরে তার সাথে আবারও একই ঘটনা ঘটে। সেখানে রোকেয়া স্মরণি থেকে বীর উত্তম সিআর দত্ত সড়কে ১২১ টাকা ভাড়া কনফার্ম করে আসলেও চালক পরে ১৪৯ টাকা দাবি করেন।

নোটিশে আরও বলা হয়, নিয়মিতভাবে পাঠাও লিমিটেড তাদের চালকদের দিয়ে নানা কৌশলে যাত্রীদের হেনস্থা ও তাদের কাছ থেকে বেআইনিভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। এই অবস্থায় নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে এবং চালকদের অন্যায় দাবির বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়।

পাশাপাশি নোটিশে পাঠাও সার্ভিসের ভাড়া কীভাবে নির্ধারণ করা হচ্ছে এবং তা কোন আইন বলে- সেটিও সুস্পষ্টভাবে জানানোর অনুরোধ করা হয়েছে ।

এ প্রসঙ্গে আইনজীবী তানজিম আল ইসলাম বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে যদি নোটিশের জবাব না দেওয়া হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.