‘পাগল আখ্যা দেওয়ায়’ নোয়াখালীতে গৃহবধূর আত্মহত্যা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজের ক্রয়কৃত জমির রেজিস্ট্রি চাইতে গিয়ে বিক্রেতা সিরাজ বেপারি ওই গৃহবধূকে পাগল বলে আখ্যা দেওয়ায় অপমান সইতে না পেরে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।
গত মঙ্গলবার (১৭ মে) রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান মোর্শেদা বেগম। নিহত মোশের্দা বেগম চরজব্বার ইউপির ৩নং ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী।
জানা গেছে, গত ৮ বছর আগে একই এলাকার ছিদ্দিক উল্যার ছেলে সিরাজ বেপারি থেকে বসতবাড়ির জায়গাসহ ৩৭ শতাংশ জমি ক্রয় করেন মোর্শেদা। ক্রয়ের পর ৮ বছর অতিবাহিত হলেও সিরাজ বেপারি জমিটি রেজিস্ট্রি দেয়নি। মোর্শেদা এবং তার স্বামী ক্রয়কৃত জমি রেজিস্ট্রির জন্য সিরাজ বেপারির কাছে একাধিকবার গেলেও কোন ফল পাননি।
এরপর গত মঙ্গলবার দুপুরে সিরাজের বাড়িতে গেলে সে মোর্শেদাকে পাগল বলে অপমান করে। এতে ক্ষোভে-দুঃখে বাড়িতে এসে পরিবারের লোকজনের অজান্তে ঘরে থাকা ধানক্ষেতের কিটনাশক পান করেন ওই গৃহবধূ।
নিহতের পরিবার এ ঘটনায় সিরাজ ব্যাপারির দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সিরাজ এলাকা ছেড়েছেন বলেও স্থানীয়রা জানান।
চরজব্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রায়াজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments are closed.