পাঁচ বছর পর জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

এই জিম্বাবুয়েকে গত কয়েক বছর ধরে বলে কয়েই হারিয়ে আসছে বাংলাদেশ। তার উপর ঘরের মাঠে সিরিজ। ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এই ‘ফেবারিট’ তকমাটাই যেন কাল হলো। ব্যাটসম্যানদের নিদারুণ ব্যর্থতায় পাঁচ বছর পর জিম্বাবুয়ের কাছে টেস্ট হারল বাংলাদেশ। সেটাও আবার ১৫১ রানের বড় ব্যবধানে।
প্রথম ইনিংসে ১৪৩ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ১৬৯ রানের বেশি এগোতে পারেনি মাহমুদউল্লাহর দল।