পাঁচগাঁও মডেল উচ্চবিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির দায়িত্বভার গ্রহণ
পাঁচগাঁও মডেল উচ্চবিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ও নোয়াখালী জেলা পরিষদের সদস্য এ কে এম এমরুল চৌধুরী রাসেল আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি ও পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন পাঁচগাঁও মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ও পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনির হোসেন কচি, সবুজ বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক মহিন উদ্দিন বি. কম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম রিপন, সবুজ বাংলাদেশ চাটখিল উপজেলা শাখার সভাপতি সাঈদ মুহাম্মদ তুষার, যুবলীগ নেতা শাহজালাল মানিকসহ আরো অনেকে।
দায়িত্বভার গ্রহণের পর নব নির্বাচিত সভাপতি আলোকিত চাটখিল’র কাছে প্রতিক্রিয়ায় বলেন, যারা আমাকে এ দায়িত্ব নিতে সহযোগিতা করেছেন আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সাথে দোয়া চাচ্ছি আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি। আমাদের জননেতা এইচ এম ইব্রাহিম এম পি মহোদয়ের সাথে আলোচনা করে স্কুলের অবকাঠামোগত উন্নয়নসহ সকল সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা করবো।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঁচগাঁও মডেল উচ্চবিদ্যালয়ের সাহকারী শিক্ষক সাহেলা পারভীন।