পল্লবীর মৃত্যুতে বাড়ছে রহস্য, কল সেন্টার চালাতেন সাগ্নিক!

116

অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যুর ঘটনায় তার ভাই জিৎ দে-কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে তাকে গরফা থানায় ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।

এর পাশাপাশি পল্লবী দে’র মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার গ্রেপ্তার প্রেমিক সাগ্নিক চক্রবর্তী রাজারহাট-নিউ টাউনে একটি কল সেন্টার চালাতেন বলেও জানতে পেরেছেন তদন্ত কর্মকর্তারা। সেই কল সেন্টারে ঠিক কী ধরনের কাজ হত, আদৌ সেটির বৈধ কোনো কাগজপত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

রোববার নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় টেলিভিশন অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত মরদেহ। তারপর থেকেই অভিনেত্রীর জীবন ঘিরে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। প্রথম থেকেই সন্দেহের তীর পল্লবীর প্রেমিক সাগ্নিকের দিকে।

পল্লবী দে’র মৃত্যুর ঘটনার পরের দিন তার প্রেমিক সাগ্নিককে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ওইদিন রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার সকালেও চলে জেরা। তার তারপর সন্ধ্যায় গ্রেপ্তার দেখানো হয়।

পল্লবীর বাবা অভিযোগ করেন, ঐন্দ্রিলা নামে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল সাগ্নিকের। সে কারণেই পল্লবীকে খুন করেছে সাগ্নিক। পল্লবীর টাকাও হাতিয়েছে। তার টাকাতেই কিনেছেন অডি গাড়ি, যাতে চড়ে বেড়াতেন সাগ্নিক। এই অভিযোগের ভিত্তিতে খুন ও টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.