পরীক্ষায় ফেল করায় নোয়াখালী সরকারি মহিলা কলেজ ছাত্রীর আত্মহত্যা!

0 260

এইচএসসি পরীক্ষায় ফেল করায় নোয়াখালীর সদর উপজেলায় ফাতেমা আক্তার (২০) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকালে নোয়াখালী পৌরসভার কৃষ্ণরামপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার ওই গ্রামের খান বাড়ির নুরুল ইসলাম খানের মেয়ে এবং সে এবার নোয়াখালী মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফাতেমা আক্তারও এবার নোয়াখালী মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। সে এইচএসসি পরীক্ষায় ফেল করায় তাদের পরিবারের অজ্ঞাতে বিকাল পাঁচটার নিজেদের ঘরের সিলিংয়ের সাথে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ঘরের ভিতরে ঢুকলে ফাতেমার মৃতদেহ সিলিংয়ের সাথে ঝুলতে দেখে। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নোয়াখালী সুধারাম থানার (ওসি) তদন্ত মো. সায়েদ উদ্দিন এক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।