পরিবেশ দূষণকারী পলিথিন পোড়ানোর অপরাধে চাটখিলে ঠিকাদারের অর্থদণ্ড

174

চাটখিলে শনিবার (১ এপ্রিল) দুপুরে সড়ক ও জনপদ বিভাগের জয়াগ বাজার থেকে দশঘরিয়া বাজার পর্যন্ত রিপেয়ারিং কাজ চলাকালীন সময় পরিবেশ দূষণকারী পলিথিন পোড়ানোর অপরাধে ঠিকাদার মো. মিলন (৬০) কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া মোবাইল কোর্টের মাধ্যমে দন্ড বিধি ১৮৬০ এর ২৯১ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

জানা যায়, নোয়াখালী মাইজদীর আবেদ মনসুর কনস্ট্রাকশন্স’র প্রোপ্রাইটর স্বপন এই টেন্ডারটি পান। স্বপন অধিনস্থ সোনাপুরের ঠিকাদার মো. মিলনকে এই কাজের দায়িত্ব দিয়েছিলেন।

তবে ঠিকাদার মো. মিলন পলিথিনের বস্তাটি তার নয় বলে অভিযোগ করলেও ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া তাকে পলিথিন দিয়ে আগুন দিতে দেখেছেন। এক প্রশ্নের জবাবে মিলন বলেন, পূর্বে যারা কাজ করে গেছেন তাদের রেখে যাওয়া বস্তাটি তিনি ব্যবহার করেছেন। কিন্তু বস্তার ভিতরে সব পলিথিনের টুকরো তিনি জানতেন না বলে জানান। অথচ পলিথিন পোড়ালে এর উপাদান পলিভিনাইল ক্লোরাইড পুড়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়ে বাতাস দূষিত করে। যা মানব দেহের জন্য এতো মারাত্নক যে মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়বে।

এ সময় নির্বাহী কর্মকর্তা বলেন, বিষাক্ত পলিথিন পোড়ানোর দায়ে তার জেল জরিমানা করতাম কিন্তু মাহে রমজানের কথা বিবেচনায় ১০ হাজার টাকা অর্থদন্ড করে তাকে সর্তক করেছি।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.