পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

0 203

গত ২৬ মার্চ পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে বার্ষিক পূরস্কার বিতরণ ও মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি মো. সফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মো. আমজাদ হোসেন। স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য উপস্থাপন করেন প্রধান শিক্ষক মোহাম্মদ আল-বাকের, অভিভাবক সদস্য এ এস এম আবদুল আউয়াল ছালেহ, মো. সহিদ উল্যা, দাতা সদস্য হাজী মো. সাহাজাহান এবং বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ফজলে এলাহী রাব্বি। বক্তাগণ তাঁদের বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় নতুন প্রজন্মকে সতর্ক থাকতে হবে। সুশীল সমাজ ও উন্নত দেশ গঠন করতে হলে সুশিক্ষাকে কাজে লাগিয়ে মাদক, সন্ত্রাস ও দুর্নীকে প্রতিরোধ করতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যগণসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানের শেষে বিজয়ী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার এবং অতিথিদেরকে সন্মাননা পদক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আব্দুর রহিম বিকম।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।