নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের সাতশিশু ৩৬ জন ঘুর্ণিঝড় অশনি’র কবল থেকে রক্ষা পেল

121

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জয়বাংলা বাজার থেকে গতকাল মঙ্গলবার (১০ মে) পদ্মা সেতু দেখতে যায় সাতশিশুসহ ৩৬ জন। তখন অশনি ঘুর্ণিঝড়ের কবলে পড়ে। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল ও পদ্মায় উত্তাল ঢেউ। হঠাৎ ইঞ্জিন চালিত নৌকার (ট্রলার) ইঞ্জিন বিকল হয়ে যায়।

 

এসময় ওই ট্রলারের এক যাত্রী জরুরি উদ্ধার সহায়তার জন্য অনুরোধ জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। ৯৯৯ কলটেকার মাওয়া ঘাট নৌপুলিশ ফাঁড়িকে জানালে নৌপুলিশ ট্রলারসহ ওই যাত্রীদের উদ্ধার করে।

 

বিষয়টি নিশ্চিত করেন মাওয়া ঘাট নৌ-পুলিশ ইনচার্জ আবু তাহের মিয়া।

 

মাওয়াঘাট নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম মোবাইল ফোনে জানান, শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জয়বাংলা বাজার থেকে মঙ্গলবার সকাল ৮টায় ৭-৮ বছর বয়সের সাত শিশুসহ ৩৬জন যাত্রী ইঞ্জিন চালিত নৌকা (ট্রলার) যোগে পদ্মাসেতু দেখতে রওনা দেন। বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে দুপুরে তারা পদ্মা সেতুর কাছে পৌঁছান এবং সেতুর বিভিন্ন দিকে ঘুরে দেখেন। এক পর্যায়ে তাদের ট্রলারটি বিকল হয়ে যায়।

 

ঘুর্ণিঝড় ‘আশনি’র প্রভাবে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং নদী উত্তাল ছিল। শেষ ভরসা হিসেবে বিকেল সোয়া ৪টার দিকে ট্রলারের একজন যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান। ৯৯৯ কলটেকার কনষ্টেবল বিপুল রঞ্জন ঘোষ কলটি রিসিভ করেন। কনষ্টেবল বিপুল তাৎক্ষণিকভাবে নৌপুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও মাওয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়।

 

পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এসআই দীপন কুমার মন্ডল কলার এবং সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন। সংবাদ পেয়ে সন্ধ্যা ৬টার দিকে মাওয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির একটি উদ্ধারকারী দল দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে ৩৬জন যাত্রীসহ বিকল ট্রলারটি উদ্ধারকারী নৌযানের সাথে বেঁধে নিরাপদে তীরে আনতে সফল হন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাতে তাদেরকে মাওয়া ঘাট নৌপুলিশ ফাঁড়িতে নিরাপদে রাখা হয়। আজ বুধবার (১১ মে) সকালে বিকল ট্রলারটি মেরামত করা হয়। পরে ওই ট্রলার দ্বারা তাদের শরীয়তপুরের নড়িয়ার নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয় ।

 

মাওয়াঘাট নৌ-পুলিশ ইনচার্জ আবু তাহের মিয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পদ্মা নদীর জাজিরা এলাকা থেকে ট্রলারসহ যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাঁরা আজ বুধবার নিরাপদে বাড়িতে পৌঁছেছেন।

 

উদ্ধার হওয়া ট্রলার যাত্রী চুন্নু মিয়া ঢালী (৩০), মো. আল আনিন (২৬) ও আব্দুল মোতালেব ফকির (৫০) বলেন, পদ্মা সেতু দেখতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে আমরা বিপদে পরি। এছাড়া আমাদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। তখন উপায়ন্ত না দেখে আমার ছোট ভাই রিমন ঢালী (২৭) ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে মাওয়াঘাট নৌপুলিশ আমাদের উদ্ধার করে। তাঁরা উদ্ধার না করলে আমাদের বাঁচা অসম্ভব হতো।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.