‘নৌকায় ভোট দিলে উন্নয়নের জোয়ারে ভাসবে দেশ’ – বিমানমন্ত্রী

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে

80

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, ‘নৌকায় ভোট দিলে উন্নয়নের জোয়ারে ভাসবে দেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিতে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকায় ভোট দিতে হবে।’
বৃহস্পতিবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য বান্ধব কর্মসূচির অধীনে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি।
বিএনপি’র কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দুর্নীতিবাজ এবং এতিমের টাকা আত্মসাতকারী। তিনি (খালেদা) এতিমদের টাকা মেরে এখন জেলে আছেন।’
এসময় আগামী এক মাসের মধ্যে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট থেকে ঢাকা পর্যন্ত দুটি লঞ্চ সার্ভিস চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ইবনে জিসাদ আল নাহিয়ান প্রমুখ।
পরে চনদ্রগঞ্জ ও হাজির পাড়া ইউনিয়নের এক হাজার হতদরিদ্র মানুষের মাঝে ৩০ কেজি হারে চাল বিতরণ করেন মন্ত্রী।

আরও পড়ুন

Comments are closed.