নোয়াখালী-৫ আসন থেকে ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

188

নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সহকারী রির্টানিং ও কবির হাট উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলামের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ সময় একরামুল করিম চৌধুরী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাদের ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আমরা আচরণ বিধি নেমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনৃষ্ঠানের বিষয়ে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে।

কেউ নাশকতা বা অন্য কোনভাবে ভোট বানচালের ষড়যন্ত্র করলে তাদেরকে প্রতিহত করার বিষয়েও আমরা সচেষ্ট রয়েছি।

এ সময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.