ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে হাতপাখা প্রার্থী আলহাজ্ব আবদুল হান্নান আজ (১৩ই নভেম্বর) বিকাল ৩ টার সময় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাও.ফিরোজ আলম, সমন্বয়কারী হাফেজ মাও.কাউছার আহমাদ, মাও.মাহমুদুর রহমান, মাও.শহিদুল ইসলাম, গনসংযোগ সমন্বয়কারী আবদুল মুকিত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আলহাজ্ব আবদুল হান্নান দৃঢ়তার সাথে বলেন, অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হলে হাতপাখা প্রতীক ইনশাআল্লাহ বিজয়ী হবে।
প্রসঙ্গত, আগামী ১৭ ই নভেম্বর শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয় হতে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দলীয় মনোনয়ন পত্র দিবেন।
Comments are closed.