নোয়াখালী-২: সেনবাগে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বিএনপি প্রার্থীর

62

তফসিল ঘোষণার পর গ্রেফতার, নেতাকর্মীদের বাড়িতে পুলিশি তল্লাশির নামে হয়রানি, বিনা ওয়ারেন্টে, বিনা মামলায় গ্রেফতারের প্রতিকার চেয়ে না পাওয়াসহ সার্বিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের সেনবাগ দক্ষিণ বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তফসিল ঘোষণার পর ২৩ দলের শরিক জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে, বিনা মামলায় গ্রেফতার অব্যাহত রয়েছে। ইতিমধ্যে তাদের ২৭ জন নেতাকর্মীকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

Comments are closed.