নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ, ৩০ এপ্রিল চূড়ান্ত সিদ্ধান্ত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের নির্বাচনী এলাকা দ্বিখন্ডিত হওয়াকে নিয়ে দীর্ঘদিনের আলোচনা। আজ ২৪ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশনের কার্যালয়ে এর উপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে আগামী ৩০ এপ্রিল চূড়ান্ত প্রতিবেদনে জানানো হবে বলে জানিয়েছেন চাটখিল উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোহাম্মদ উল্যা। তিনি আলোকিত চাটখিলকে বলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সীমানা নির্ধারণের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ও বিষয়টির বিপক্ষে সাবেক সাংসদ ব্যারিস্টার খোকন শুনানিতে অংশগ্রহণ করেন। বিষয়টি নির্বাচন কমিশন আমলে নিয়েছেন এবং আগামী ৩০ এপ্রিল চূড়ান্ত ফল প্রকাশ করবেন। এসময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভা মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, সাবেক সাংসদ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।
Comments are closed.