নোয়াখালী-১ আসন থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন জমা দিলেন ডা. মন্টি
নোয়াখলী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, চাটখিলের কৃতিসন্তান, সুমনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. রুবাইয়াত ইসলাম মন্টি। গতকাল রোববার ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করে পরে জমা দেন।
এসময় তার সাথে বহু নেতা-কর্মী ও শুভাকাক্সক্ষী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত যে, নিজ এলাকাতে বৃদ্ধনিবাস প্রতিষ্ঠাসহ নানা সমাজসেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করে ব্যাপক প্রশংসিত হন এই তরুণ রাজনীতিবীদ।