নোয়াখালী-১ আসনে নৌকার জন্যে একই মঞ্চে ইব্রাহিম জাহাঙ্গীর খন্দকার
চাটখিল পুরো উপজেলা ও সোনাইমুড়ী উপজেলা সিংহভাগ এলাকা নিয়ে গঠিত নোয়াখালী-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত বর্তমান এমপি এইচ এম ইব্রাহিম কে সমর্থন জানিয়ে তার সাথে একই মঞ্চে উঠেছেন অপর দুই মনোনয়ন প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী স্থানীয় জনপ্রিয় নেতা জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য খন্দকার রুহুল আমিন। আজ শনিবার বিকেলে সোনাইমুড়ী ও চাটখিলে দুটি পৃথক সভায় তারা এইচ এম ইব্রাহিমকে নৌকার প্রার্থী হিসেবে সব ধরনের সহযোগীর ঘোষনা দেন।
বিকেলে চাটখিল উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চ পূর্বাতে পথ সভায় জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগ কে বিজয়ী করতে আমরা এক সাথে কাজ করবো।
তিনি বলেন, দেশের উন্নয়নে আ,লীগ সরকারের কোন বিকল্প নেই সুতরাং নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীরের পরিচালনায় এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ,লীগের সভাপতি জাহাঙ্গীর কবির।
Comments are closed.