নোয়াখালী-১ আসনে দু’লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় পান এইচ এম ইব্রাহিম

0 805

নোয়াখালী-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এইচ এম ইব্রাহিম নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। চাটখিল উপজেলার নয়টি ইউনিয়ন ও সোনাইমুড়ী থানার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটিতে তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৭০ ভোট।
অন্যদিকে এ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ১৪ হাজার ৭৪২ ভোট।

এইচ এম ইব্রাহিম এ আসন থেকে দু’লক্ষাধিক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি নির্বাচনে জয় লাভ করায় চাটখিল ও সোনাইমুড়ীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতেও অতীতের ন্যায় সকলের পাশে তিনি থাকতে চান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।