নোয়াখালী- ১ আসনের বিএনপি প্রার্থী মাহবুব উদ্দিন খোকনের গাড়ি বহরে হামলার অভিযোগ
নোয়াখালী- ১ আসনে বিএনপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের গাড়ি বহরে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থিতরা হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় অন্তত পক্ষে ১০জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ওই প্রার্থী।
বুধবার রাতে সোনাইমুড়ি উপজেলার জয়াগ বাজারে এ হামলার ঘটনা ঘটে।
বিএনপি প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগের লোকজন তার নির্বাচনী প্রচার কার্যে ব্যবহৃত মাইক ভাঙচুর করে এবং বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা চালায়। এ সময় মাহবুব উদ্দিন খোকনের গাড়ি ও চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন গাড়িও ভাঙচুর করা হয়। এ ছাড়া বিএনপি সমর্থিতদের কয়েকটি দোকানও ভাঙচুর করে হামলাকারীরা।
এ বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, এমন ঘটনা ঘটেনি, যদি ঘটে তা হলে তা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে।
Comments are closed.