নোয়াখালী সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

219

 

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় মোঃ নুর উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
রোববার বিকেল ৪টার সময় সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে অাল অামিন বাজারের দক্ষিণ পার্শ্বে একটি মালবাহী পিকঅাপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনারস্থলে তিনি নিহত হয়েছে এবং মোটরসাইকেল চালক ফারুক (২৫)গুরুতর হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাপুর থেকে ছেড়ে আসা একটি পিকঅাপ ভ্যান ও চর জব্বার থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে অাল অামিন বাজারের দক্ষিণ পার্শ্বে নতু কালভার্ট সংলগ্ন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল অারোহী ও চালক গুরুতর অাহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়
মোঃ নুর উদ্দিন মারা যান। এবং অাহত মোঃ ফারুকের অবস্থা ও অাশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত নুরউদ্দিন সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনয়নের মোঃ অাবুল কালাম সর্দারের বড় ছেলে। সে এক পুত্র ও তিন কন্যাসন্তানের জনক।

ঘটনার সত্যতা স্বীকার করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন পিকঅাপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে তবে এ ঘটনায় চালক পালিয়ে যায়।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.