নোয়াখালী বেগমগঞ্জে সিএনজি-বাস- ট্রাক মালিক ও চালকদের প্রশিক্ষন অনুষ্ঠিত
নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি-বাস-ট্রাক মালিক ও চালকদের সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আবদুর রহিম। বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা ফিরোজ হোসেন মোল্লা, বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী, সার্জেন্ট ফয়সল প্রমূখ।
কর্মশালায় পরিবহন বিভাগে ড্রাইভার-শ্রমিক-মালিকদের দায়িত্ব সচেতন করে আইনী বিষয়গুলি মেনে চলার আহব্বান জানান।
Comments are closed.