নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করার দাবীতে ছাত্র-যুবকদের কর্মসূচি ঘোষণা

১১ মার্চ সকাল ১০টায় নোয়াখালী টাউন হল চত্বরে

75

বৃহত্তর নোয়াখালী ও পার্শ্ববর্তী জেলা সমূহের সমন্বয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের করার দাবীতে আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র-যুবকরা।
‘নোয়াখালী বিভাগ-অনলাইন গ্রুপ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন ও অনলাইন এ্যাক্টিভিষ্ট ফোরামের আহবানে আগামী রবিবার সকাল ১০টায় নোয়াখালী টাউন হল চত্বরে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত থাকবেন মোর্শেদ হোসেন, এস আরেফিন জোবায়ের, শাহাদাত শাকিল, জাহেদ হোসেন জাহেদ, সাইফুর রহমান, মাহাবুবুর রহমান, তানহা, ফারদিন ফরহাদ, মাহাবুবুর রহমান, এ আর বিশ্বাস, সম্রাট শাহাজাহান, মাহা নাঈমা প্রমুখ।
নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে উক্ত কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীসহ বৃহত্তর নোয়াখালীর সকল শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহণের উদাত্ত আহবান জনানো হয়েছে। এতে সকল অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে তাদের নিজস্ব ব্যানারে উপস্থিত থেকে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও গণস্বাক্ষর সফল করে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়।

আরও পড়ুন

Comments are closed.