নোয়াখালী জেলা ডিবি পুলিশকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

0 519

নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে পুরস্কৃত করেছেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়েরের নেতৃত্বে চাটখিল উপজেলার মমিনপুরের চাঞ্চল্যকর ইতি হত্যা মামালার রহস্য উদঘাটনসহ ঘটনায় জড়িত ৩ আসামী গ্রেপ্তার ও বেগমগঞ্জের চৌমুহনী শহরের চৌরাস্তায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধারসহ ২ জন চিহিৃত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
সফল অভিযান ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ গত সোমবার পুলিশ সুপার ইলিয়াছ শরীফ ডিবির এই টিমকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। জেলা পুলিশ প্রধানের এমন মূল্যায়নে আনন্দে অভিভূত গোয়েন্দা শাখার কর্মকর্তারা।
এক প্রতিক্রিয়ায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, স্যারের এমন মূল্যায়ন ভবিষ্যতে আমাদের আরো ভালো কাজে অনুপ্রেরণা জোগাবে। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাস নির্মূলে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।