নোয়াখালী জজকোর্টের নাজিরের বিরুদ্ধে মটর সাইকেল চুরির মামলা

199

নোয়াখালী জজ আদালতের আলোচিত নাজিরের বিরুদ্ধে সুধারাম থানায় মোটরসাইকেল চুরির মামলা করেছেন নোয়াখালী দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ। ২৫ আগস্ট মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ জানান, জেলা জজ আদালতের নাজির (বর্তমানে বরখাস্ত) আলমগীর হোসেনকে একটি মামলায় গ্রেফতার করার সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোটরসাইকেলটি চোরাই বলে তিনি স্বীকার করেন। এছাড়া মোটরসাইকেলে লাগানো নম্বরটি ফেনীর এক ব্যক্তির। এ ব্যাপারে ঢাকা দুর্নীতি দমন কমিশনের নির্দেশনা মোতাবেক ২৫ আগস্ট নাজির আলমগীরের বিরুদ্ধে চুরির মামলা করা হয়।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবির হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন মামলা নং ৭৩। তারিখ ৩১-৮-২০২০। আসামি একজন আলমগীর হোসেন। দঃবি ৩৭৯/৪১১/৪৭১। থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক ইমদাদুল হক আসামি গ্রেফতারে অভিযান চালচ্ছে।

জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম জানান, ইতোমধ্যে বরখাস্তকৃত নাজির আলমগীর হোসেনের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ, রেকর্ড ঘষামাজা, অনৈতিকভাবে অর্থ উপার্জন ও আয়ের সঙ্গে সামঞ্জস্য না থাকায় দুদক মামলা করেছে। আদালতের আদেশে তার বাড়ি ক্রোক করে বাড়িতে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

Comments are closed.