নোয়াখালীর ৬ আসনে মনোনয়নপত্র কিনলেন যারা

650

নোয়াখালীর ৬ আসনে মনোনয়নপত্র কিনলেন যারা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। গত দুই দিনে নোয়াখালীর ৬টি আসনে ১৬ জন মনোনয়নপত্র কিনেছেন।

নোয়াখালী-১ আসনে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান এমপি এইচ এম ইব্রাহীম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য খন্দকার রুহুল আমিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভা মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান ডা. রুবাইয়াত ইসলাম মন্টি, এনআরবি ব্যাংক লিমিটেডে ভাইস চেয়ারম্যান গোলাম কবির।

নোয়াখালী-২ আসনে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান এমপি আলহাজ মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য মোশারফ হোসেন আলমগীর, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর।

নোয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান এমপি মামুনুর রশিদ কিরন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ, ইন্ট্রামেক্স গ্রুপের চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আক্তার হোসেন ফয়সল।

নোয়াখালী-৪ আসনে মনোনয়ন কিনেছেন বর্তমান এমপি একরামুল করিম চৌধুরী।

ভিআইপি আসন হিসেবে পরিচিত নোয়াখালী-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান এমপি আয়েশা ফেরদাউস, তার স্বামী সাবেক এমপি মোহাম্মদ আলী ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাহমুদ আলী রাতুল।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.