নোয়াখালীর সেনবাগে সম্পত্তি দখলে বৃদ্ধাকে নির্যাতন!
নোয়াখালীর সেনবাগে মৃত স্বামী মোশারফ হোসেনের বিধবা স্ত্রী ও দুই শিশু কন্যাকে ভিটে থেকে উচ্ছেদ করে সম্পত্তি দখল করতে দীর্ঘ এক বছর যাবৎ বিভিন্নভাবে নির্যাতন করে তৎপরতা চালিয়ে যাচ্ছেন মোশারফ হোসেনের ছোট ভাই সেনবাগের ৪নং কাদরা ইউপির নজরপুর গ্রামের দফাদার মহরম আলী ও তারই ভাতিজা ইসমাইল হোসেন। এরই ধারাবাহিকতায় শনিবার আম পাড়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ের বিধবা জহুরা বেগমকে বেদড়ক পিটিয়ে গুরতর জখম করেছে এই মহরম আলী। এর কারণ জানতে চাওয়ায় তারই বোন বৃদ্ধা আয়েশা খাতুনকেও এই মহরম আলী কিল ঘুষি মেরে ও বেদড়ক
পিটিয়ে গুরতর আহত করে। বর্তমানে ভীষণ যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন বৃদ্ধা আয়েশা খাতুন। এ ঘটনায় সেনবাগ থানায় একটি অভিযোগ দায়ের করা চলছে বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন মোশারফ হোসেনের বিধবা স্ত্রী জহুরা বেগম।
Comments are closed.