নোয়াখালীর সেনবাগে একাদশ ক্লাবের শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড়া ইউপির খাজুরিয়া সর্দারপাড়া একাদশ ক্লাব কতৃক আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নােমন্ট খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২০ এপ্রিল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়ানুরাগী ও এসএ টিভির সমন্বয়ক হাসান মঞ্জুর। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম ব্যাপারী, সেনবাগ পৌর জাতীয় পার্টির আহ্বায়ক মো. হারুন, বিশিষ্ট সমাজ সেবক খন্দকার জামশেদ রানা, ইউনিয়ন জাতীয় পার্টির নেতা জয়নাল আবদীন। খেলায় অংশ নেয় রািজং স্টার ও টাইগার স্পোটিং ক্লাব। এতে রাজিং স্টার ক্লাব ১১ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন ট্রপি জিতে নেয়।