নোয়াখালীর সেনবাগে ইয়াবাসহ অস্ত্রব্যবসায়ী গ্রেপ্তার

0 63

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে আ.ন.ম. হাসান প্রকাশ টিটু (২৯) নামের এক অস্ত্রব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় পুলিশ তার নিকট থেকে ১৩ রাউন্ড গুলি ও ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এরমধ্যে শর্টগানের গুলি ৯ রাউন্ড ও পিস্তলের গুলি ৪ রাউন্ড। গ্রেপ্তারকৃত টিটুর বাড়ি দাগনভূঞা উপজেলার নয়নপুর গ্রামে। সে ওই গ্রামের হাসার আলী ভূঁইয়া বাড়ির ইসহাকের ছেলে। শুক্রবার রাত ৮টার সময় সেনবাগ থানার এসআই রফিকুল ইসলাম ও এএসআই গোলাম রসুলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দক্ষিণ সাহাপুর গ্রামের লকু ব্যাপারীর বাড়ি ( উত্তর আলা) থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার অপর দুই সহযোগি দুলাল (৪০) ও তার স্ত্রী বিবি আয়েশা (৩৪) পালিয়ে যায়। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন উর রশিদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।