নোয়াখালীর সুবর্ণচরে মন্দির ভিত্তিক গণশিক্ষা কেন্দ্র পরিদর্শন

ট্রাস্টি শ্যামল চন্দ্র  ভট্টাচার্য্য বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে আগামী নির্বাচনের মধ্যামে এই উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন

215
ছবি – ঠাকুর চন্দ্র দাস
নোয়াখালী সুবর্ণচর উপজেলা মন্দির ভিত্তিক শিশু,  গণশিক্ষা ও গীতা শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল চন্দ্র ভট্টাচার্য্য ।
শুক্রবার সকালে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের
মন্দির হরিদাস বাবজীর মন্দির কেন্দ্র সহ সুবর্ণচরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তারা।
এসময় বিভিন্ন কেন্দ্রের শিক্ষষক, কোমলমতি ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ ও নোয়াখালী জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার সুজিত পাল এর কাজ থেকে শিক্ষা কেন্দ্রের সার্বিক বিষয় সম্পর্কে অবহিত হন শ্যামল চন্দ্র ভট্টাচার্য্য।
ছবি -ঠাকুর চন্দ্র দাস
শিক্ষা কেন্দ্রের বিগত বছরের ফলাফল, বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ও ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি এসব কার্যক্রমের প্রশংসা করেন।
ট্রাস্টি শ্যামল চন্দ্র  ভট্টাচার্য্য বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে আগামী নির্বাচনের মধ্যামে এই উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
ছবি – ঠাকুর চন্দ্র দাস
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের নোয়াখালী জেলার শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, সৈকত সরকারি কলেজ প্রভাষক ঠাকুর চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি নটবর দাস, ছাত্র যুব ঐক্য পরিষদ সাধারন সম্পাদক মোহন মজুমদার, চর আমানউল্যাহ ইউপি পরিষদ সদস্য লিটন চন্দ্র দাস প্রমুখ।
আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

Comments are closed.