নোয়াখালীর সুবর্ণচরে মন্দির ভিত্তিক গণশিক্ষা কেন্দ্র পরিদর্শন

ট্রাস্টি শ্যামল চন্দ্র  ভট্টাচার্য্য বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে আগামী নির্বাচনের মধ্যামে এই উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন

194
ছবি – ঠাকুর চন্দ্র দাস
নোয়াখালী সুবর্ণচর উপজেলা মন্দির ভিত্তিক শিশু,  গণশিক্ষা ও গীতা শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল চন্দ্র ভট্টাচার্য্য ।
শুক্রবার সকালে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের
মন্দির হরিদাস বাবজীর মন্দির কেন্দ্র সহ সুবর্ণচরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তারা।
এসময় বিভিন্ন কেন্দ্রের শিক্ষষক, কোমলমতি ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ ও নোয়াখালী জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার সুজিত পাল এর কাজ থেকে শিক্ষা কেন্দ্রের সার্বিক বিষয় সম্পর্কে অবহিত হন শ্যামল চন্দ্র ভট্টাচার্য্য।
ছবি -ঠাকুর চন্দ্র দাস
শিক্ষা কেন্দ্রের বিগত বছরের ফলাফল, বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ও ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি এসব কার্যক্রমের প্রশংসা করেন।
ট্রাস্টি শ্যামল চন্দ্র  ভট্টাচার্য্য বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে আগামী নির্বাচনের মধ্যামে এই উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
ছবি – ঠাকুর চন্দ্র দাস
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের নোয়াখালী জেলার শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, সৈকত সরকারি কলেজ প্রভাষক ঠাকুর চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি নটবর দাস, ছাত্র যুব ঐক্য পরিষদ সাধারন সম্পাদক মোহন মজুমদার, চর আমানউল্যাহ ইউপি পরিষদ সদস্য লিটন চন্দ্র দাস প্রমুখ।
আরও পড়ুন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি,ভোগান্তিতে সাধারণ মানুষ

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

Comments are closed.