নোয়াখালীর সাংবাদিক রিপন মজুমদার তাঁর কন্যাকে নিয়ে দিশেহারা

একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন

271

জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন নোয়াখালী জেলা শাখার সভাপতি এবং বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মজুমদার দীর্ঘদিন থেকে হার্টের অসুস্থতায় ভুগছেন ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিলেও নেই ভালো হওয়ার লক্ষণ। অন্যদিকে এই হতভাগা সাংবাদিকের একমাত্র কণ্যা জম্মলগ্ন থেকেই প্রতিবন্ধী, রয়েছে তাঁর চোখের সমস্যা। দীর্ঘদিন থেকে মেয়ে অধরার চোখের জন্য বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করিয়ে আসছেন কিন্তু কোন উন্নতি নেই বরং ক্রমেই অন্ধত্বের দিকে এগিয়ে চলছে ৫ম শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী অধরা। চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী অধরার চোখ ভালো করতে হলে দেশের বাহিরে গিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে অপারেশন করতে হবে।
রিপন মজুমদার যদিও পেশাগতভাবে একজন সাংবাদিক কিন্তু পরিবারে নেই কোন অর্থ বা সম্পত্তি, কোনরকম নিজের পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন এই সাংবাদিক। একমাত্র প্রতিবন্ধী মেয়ে অধরার চোখের অপারেশন এবং নিজের হার্টের চিকিৎসা করার জন্য আর্থিক কোন সংগতি নেই এই হতভাগা সাংবাদিকের। নোয়াখালী জেলায় দীর্ঘদিন থেকে রিপন মজুমদার বিভিন্ন জাতীয় পত্রিকায় এবং অনলাইনে সংবাদকর্মী হিসেবে কাজ করে আসছেন, সাধারণ জনগণের মধ্যে রয়েছে তাঁর জনপ্রিয়তা, ইতিমধ্যে বেগমগঞ্জ উপজেলার সাংবাদিক সমাজ রিপন মজুমদারকে আর্থিক এবং মানসিকভাবে সহযোগিতা করেছেন।
সাংবাদিক রিপন মজুমদারের প্রতিবন্ধী মেয়ে অধরার চোখের অপারেশনের জন্য প্রায় ৪ লাখ টাকা প্রয়োজন। কিন্তু রিপন মজুমদারের সাধ্য অনুযায়ী এত বিশাল অঙ্কের টাকার যোগান দেওয়া সম্ভব হচ্ছে না, তাই তাঁর প্রতিবন্ধী মেয়ের চোখ অপারেশন করে উন্নত চিকিৎসার জন্য তিনি বাংলাদেশের সকল বিত্তবানদের প্রতি সহযোগিতা চান। সাংবাদিক রিপন মনে করেন সমাজের ধনী এবং বিত্তবানরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে অধরার চোখের চিকিৎসা করা সম্ভব হবে এবং তাঁর মেয়ে ফিরে পাবেন সুন্দর একটা জীবন এবং ফিরে পাবে চোখের দৃষ্টি। চোখ মানুষের মূল্যবান সম্পদ আর সেই মূল্যবান সম্পদ হারিয়ে যাওয়ার পথে ৫ম শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী অধরা। অধরা বলেন, আমি আমার চোখের দৃষ্টি পুণরায় ফিরে পেতে চাই-আমি যাতে পড়ালেখা করতে পারি সবার মতো, আমিও স্কুলে গিয়ে সকলের সাথে পড়ালেখা করতে চাই কিন্তু আমি যদি অন্ধ হয়ে যাই তাহলে আমার সেই স্বপ্ন পূরণ হবে না কোন দিন। অন্যদিকে এই প্রতিবন্ধী অধরার বাবা মেয়ের চিকিৎসার জন্য চারদিকে অর্থ সংগ্রহের জন্য ঘুরাঘুরি করছেন।
তাই তাদের বাবা ও মেয়ের সু-চিকিৎসার জন্য এলাকার সাধারণ জনগণ ও সংবাদকর্মীরা সকল বৃত্তবানদেও এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা : রিপন মজুমদার, হিসাব নং-০২৯১৩৪০০০৭০৫৩, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, চৌমুহনী শাখা, নোয়াখালী। মোবাইল : ০১৭১১০৫১২০১, ০১৮১৯০৪৮৮৩৮। বিকাশ করতে চাইলে : ০১৮১৯০৪৮৮৩৮
এছাড়া আলোকিত চাটখিল পরিবারের সহযোগিতা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন : ০১৮১৩-১৭৩৭৯১ নম্বরে।

আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

Comments are closed.