নোয়াখালীর প্রধান প্রধান সড়কে শিক্ষার্থীদের অবরোধ

118

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও নিরাপদ সড়কের দাবিতে ৯ দফা দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেলা শহর মাইজদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে টাউন হল চত্বরে জড়ো হয়।

এতে নোয়াখালী জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়, হরিনারায়ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়, এমএ রশিদ উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি মহিলা কলেজ, পাবলিক কলজে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী একত্রিত হয়।

পরে বেলা ১১টার দিকে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একসাথে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের একপর্যায়ে মাইজদী পুরাতন বাসষ্ট্যান্ড থেকে জিলা স্কুল মোড় পর্যন্ত এক কিলোমিটারব্যাপী সড়ক অবরোধ করে।

এসময় বিক্ষোভরত শিক্ষার্থীরা কয়েকটি যানবাহন ভাংচুর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১টা পর্যন্ত) এখনো সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহেদ উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

Comments are closed.