নোয়াখালীর পাঁচ উপজেলাতে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান হওয়ার পথে

210

চতুর্থ ধাপে বাংলাদেশের যে সব উপজেলা সমূহে আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে নোয়াখালীর সাতটি উপজেলা। ইতিমধ্যে পাঁচটি উপজেলায় অন্যান্য দলের বা বিদ্রোহী প্রার্থীরা আজ মনোনয়নপত্র প্রত্যাহার করায় এককভাবে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হওয়া আর আনুষ্ঠানিকতা মাত্র। অন্য দুটি উপজেলা কবিরহাট ও বেগমগঞ্জে একাধিক প্রার্থী থাকায় নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হবেন।
জানা যায়, সুবর্ণচরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। তিনি ১৯৭২ সাল থেকে দীর্ঘ ৩৮ বছর চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে সুবর্ণচর উপজেলা পরিষদের দুই বার চেয়ারম্যান নির্বাচিত হন।
কোম্পানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন নির্বাচিত হলেন। তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নোয়াখালী জেলা সমিতি ঢাকা’র সভাপতির দায়িত্ব পালন করছেন।
সোনাইমুড়ী উপজেলায় জেলা আওয়ামা লীগ সহসভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা খন্দকার রুহুল আমিন।
চাটখিল উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির।
সেনবাগ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন নৌকা প্রতীকের প্রার্থী ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের তিনবারের নির্বাচিত সভাপতি, জেড এ চৌধুরী গ্রুপের চেয়ারম্যান আলহাজ জাফর আহমেদ চৌধুরী।

আরও পড়ুন

Comments are closed.