নোয়াখালীর জনতার গণপিটুনিতে ডাকাত নিহত
নোয়াখালীর সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ে (৩০) এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নারীসহ দুজন।
মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নে লেঙ্গার দোকান এলাকার আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন- উপজেলার ধর্মপুর ইউনিয়নে লেঙ্গার দোকান এলাকার ওই বাড়ির রিয়াজ উদ্দিনের স্ত্রী সোনিয়া আক্তার (২১) ও রবি উল্যার ছেলে ইব্রাহিম (২৬)। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে একদল ডাকাত আবুল কালামের বাড়িতে ঢুকে। এ সময় ডাকাতরা ইব্রাহিমদের ঘরে প্রবেশ করে।
ঘরে থাকা লোকজন তাদের বাধা দিলে তারা দুজনকে কুপিয়ে জখম করে। পরে ঘরের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।